বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন সিজার কার্যক্রম বন্ধ থাকার পর সোমবার দুপুরে বিনামূল্যে সিজারিয়ান কার্যক্রম শুরু করা হয়েছে। সরকারী হাসপাতালে বিনামূল্যে সিজার কার্যক্রম চালু হওয়ায় সন্তান সম্ভাবা দরিদ্র নারী ও তাদের পরিবারদের মধ্যে স্তস্তি ফিরে এসেছে।
সোমবার বিকেলে সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেয়া উপজেলার মাহিলাড়া গ্রামের আয়শা আক্তারের স্বামী বায়জিদ ইসলাম জানান, গত ২৫ জুলাই তার সন্তান সম্ভাবা স্ত্রীকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব না হওয়ায় হাসপাতালের চিকিৎসক বিপুল বিশ^াসের নেতৃত্বে একদল চিকিৎসক তার স্ত্রীর সিজার করেন।
তিনি আরও জানান, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে সিজার করাতে অনেক টাকা লাগতো যা তাদের পক্ষে সম্ভব ছিলোনা। কিন্তু সরকারী হাসপাতালে বিনামূল্যে এই সুযোগ পেয়ে তিনি ও তার পরিবার খুব খুশি হয়েছেন। সিজারিয়ান করা নবজাতক ও মা উভয়ে সুস্থ্য রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ এফ এ হাসান জানান, দীর্ঘদিন যাবত অভিজ্ঞ চিকিৎসক ও অপারেশনের প্রয়োজনীয় সরঞ্জামাদী না থাকায় এতোদিন সিজারিয়ান কার্যক্রম বন্ধ ছিলো। বর্তমানে চিকিৎসক ও সরঞ্জামাদি থাকায় আবারো সিজার কার্যক্রম শুরু করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, সন্তান সম্ভাবা কোন নারী হাসপাতালে ভর্তি হলে প্রথমেই নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান ভূমিষ্ট করাতে চেষ্টা করা হয়।
এক্ষেত্রে নরমাল ডেলিভারিতে ব্যর্থ হলেই ক্যাবল সিজার করা হবে বলেও তিনি উল্লেখ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের এ প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে সচেতন উপজেলাবাসী।
Leave a Reply