শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
সুমণ তালুকদার,স্টাফ রিপোর্টার॥ ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বিদায়ী সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে সাধারণ সভার দ্বিতীয় অধিবেশন শেষে অনুষ্ঠিত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধীতায় বদরুজ্জামান খান সবুজ (ইনকিলাব) সভাপতি, মোহাম্মদ আলী বাবু (সংবাদ) সাধারণ সম্পাদক, মণীষ চন্দ্র বিশ্বাস (খবরপত্র) সহ-সভাপতি, জামিল মাহমুদ (ভোরের পাতা) সহ-সাধারণ সম্পাদক, হাসান মাহমুদ (দি এশিয়ান এজ) কোষাধ্যক্ষ, মোল্লা ফারুক হাসান (আমাদের বরিশাল) দপ্তর সম্পাদক, আতাউর রহমান চঞ্চল (দেশ জনপদ) সহ-দপ্তর সম্পাদক, পার্থ হালদার (কলমের কণ্ঠ) প্রচার সম্পাদক, আরিফিন রিয়াদ (বাংলাদেশের আলো) সহ-প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির সদস্যেদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। শপথগ্রহন অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও মাইটিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও দৈনিক যুগান্তরের গৌরনদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বক্তব্য প্রদান করেন।
Leave a Reply