বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতে ঘাতকের নির্মম বুলেটে নিজে গুলিবিদ্ধ ও চোখের সামনে ছোট্ট শিশুপুত্রকে হারানো শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মরন সভা ও মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সভার শুরুতে মরহুমার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত স্মরনসভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, বিনয় কৃষ্ণ শিয়ালী, মাসুদ সরদার প্রমুখ।
শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ হায়াতুল ইসলাম
Leave a Reply