শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাট-বাজার, বাসস্ট্যান্ড ও বরিশালÑঢাকা মহাসড়কে চলাচলকৃত যানবাহনে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। এ ছাড়া পথচারী, রিকসা ও ভ্যান চালকদের হ্যান্ড সেনিটাইজার দিয়ে হাত ধোয়ানো হয়।
সকালে ১০টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সম্মুখ থেকে এ কার্যক্রম শুরু করা হয়। পরে পৌরসভাসহ ৭টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক, হাট-বাজার ও বিভিন্ন অফিস ও মহাসড়কের চলাচলকৃত বিভিন্ন প্রকারের যানবাহনে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।
এ সময় সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারন সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহ-সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক প্রমানন্দ ঘরামী, সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, পার্থ হালদার, আতাউর রহমান চঞ্চল, এসএম মিজান, আরিফিন রিয়াদ, জিএম জসিম হাসান, বিণয় শিয়ালী, মাসুদ সরদার সহ অন্যান্য সংবাদকমর্ীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply