রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বাজার হাইস্কুল সংলগ্ন কাতার প্রবাসী রায়হান হাওলাদারের বাড়িতে আজ সকালে দফায় দফায় হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।
প্রবাসীর স্ত্রী আসমা বেগম অভিযোগ জানান, প্রতিনিয়ত রাতে আমাদের পান বরজের পান চুরি যায়। রবিবার সকালে ভুরঘাটা পানের হাট তাই শনিবার দিবাগত রাতে পান চুরি হতে পারে এই ভেবে আমার আপন ছোট ভাই আসাদ মৃধাকে আমার শশুরবাড়িতে খবর দিয়ে আনি। রাত সারে এগারোটার দিকে টর্চ লাইট নিয়ে পান বরজ দেখতে গেলে চার জন পান ভাংগা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় এবং ছফেল শিকদার নামে একজনকে হাতে নাতে আটক করলে চোরের লোকজন আসলে সেও দৌড়ে খাল সাতরে পালিয়ে যায়। জনসম্মুখে অন্য চোরদের নাম বলা হলে রাতে দা নিয়ে কোপাতে যায় জামাল হাওলাদারের ছেলে অপু। আজ রবিবার সকালে চোরের মামাতো ভাই রাজ্জাক হাওলাদারের নেতৃত্বে দেশীয় অস্রশস্র নিয়ে কয়েক দফা আমার বাড়িতে হামলা চালায় ও বাড়িঘর কোপাতে থাকে ।
এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্বাহীনতায় ভুগছি। যেকোন সময় তারা বড়ধরনে ক্ষতি সাধন করতে পারে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য কামনা করছি।
Leave a Reply