রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদীতে নতুন করে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও তার স্ত্রী সম্পা সাহাসহ ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সকলে হোম আইসোলেশনে আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ মোঃ নিজামূল ইসলাম জানান, বৃহস্পতিবার ৩৫ জন ও শনিবার উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও তার স্ত্রী সম্পা সাহার নমুনা সংগ্রহ করা হলে তার মধ্যে ইউএনও স্যার ও তার স্ত্রীসহ ৮ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস মুঠো ফোনে বলেন, ইতো মধ্যে আমি ২ ডোজ টিকা সম্পন্ন করেছি এবং আমার সহধর্মীনি ১ ডোজ টিকা গ্রহন করেছেন।
অপর দিকে মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৌরনদীতে কোভিড-১৯ এর সিনোফার্ম প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম গত ৭দিন যাবত বন্ধ রয়েছে।
গণটিকা কার্যক্রম বন্ধ থাকায় টিকা প্রত্যাশীরা টিকা না পেয়ে হতাশ হয়ে পরেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিনোফার্ম টিকা সরবরাহ বন্ধ থাকায় গত ৯ আগষ্ট থেকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রয়েছে। টিকা সরবরাহ পেলেই টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply