মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন।
উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ফারিহা তানজিন জানান, টরকী বন্দরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শনী, নিত্যপ্রয়োজনী দ্রব্য অধিকমূল্য বিক্রি ও পাটজাত পন্য ব্যবহার না করায় ব্যবসায়ী তৈয়বুর রহমানকে ৩ হাজার, রাখাল চন্দ্র দাসকে ৩ হাজার, রফিকুল ইসলামকে ৩ হাজার, অলিল মিয়াকে ৭ হাজার, নিরুবালী আকনকে ৩ হাজার ও হাবুল হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তিনি আরো জানান, বন্দরের অসাধু ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে গা-ঢাকা দেয়।
Leave a Reply