শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ সরকারি নির্দেশ অমান্য দোকান ঘর খোলা রাখার দায়ে বরিশালের গৌরনদীতে ৫টি ব্যবসায়ী প্রতিষ্টানে পাঁচ হাজার জরিমানা করেছেন জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ শাহাদাৎ হোসেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার টরকী বন্দরে মা হার্ডওয়ারের মালিক সমীর পাল, রাহা কর্টন হার্ডওয়ারের মালিক জীবিত রাহা, ভাই ভাই হার্ডওয়ারের মালিক গৌরাঙ্গ কর্মকার, দিপক কর্মকার ও গৌরনদী বন্দরে নয়ন ইল্কেট্রিক অ্যান্ড হার্ডওয়ারের মালিক নয়ন মিয়াসহ প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করে সতর্ক করে দেন।
এ সময় নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাৎ হোসেন করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে করোনার প্রাদূর্ভাব সম্পর্কে বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে সেখানেই গণসচেতনতা সৃষ্টি করেন ও নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করেন। এ সময় গৌরনদী মডেল থানার উপ-সহকারী পরিদর্শক আসাদুল হক ও উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন উপস্থিত ছিলেন।
Leave a Reply