রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলা সদরে অভিযান চালিয়ে আড়াই শ’ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ২ জনকে আটক করেছে র্যাব।
সোমবার রাতে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন গৌরনদীর বার্থী এলাকার ফেরদাউস সরদার (৩৩) এবং বাগমারা এলাকার বিপ্লব সরদার (৩৩)।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলা সদরে অভিযান চালিয়ে ওই দু’জনকে ২৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৮শ’ ৭৫ টাকাসহ গ্রেফতার করে র্যাবের বিশেষ দল।
এ ঘটনায় র্যাবের ডিএডি আল মামুন শিকদার বাদী হয়ে গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply