সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি:পূর্ব শত্রুতার জেরধরে অপহরনের চেষ্টার মিথ্যে অভিযোগ তুলে এক দম্পত্তি ও তার শিশু কন্যাকে অমানুষিক নির্যাতন করে উল্টো পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে গিয়ে অপহরনের চেষ্টার অভিযোগের কোন সত্যতা না পেয়ে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় জেলার গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে।
বুধবার দুপুরে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই গ্রামের মৃত মোতাহার তালুকদারের কন্যা পারভীন বেগম জানান, প্রতিবেশী আইয়ুব আলী আকনের সাথে সম্প্রতিসময় থেকে তাদের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে আইয়ুব আলী ও তার ছেলেরা গত কয়েকদিন পূর্বে তার (পারভীন) পুত্র পারভেজকে মারধর করে গ্রামত্যাগে বাধ্য করে।
পারভীন বেগম অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় তাদের একটি কুকুরের বাচ্চা প্রতিবেশী আইয়ুব আলী আকনের বাড়িতে যাওয়ার পর তিনি (পারভীন) ও তার ১২ বছরের কন্যা সুমাইয়া কুকুরের বাচ্চাটিকে আনতে যায়। এসময় আইয়ুব আলীর পুত্র আজাদ আকন ও তার সহযোগিরা পরিকল্পিতভাবে তাদের (মা-মেয়ে) ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে অমানুষিক নির্যাতন করে।
তাদের চিৎকারে পারভীনের স্বামী পাশ্ববর্তী একটি মুরগীর ফার্মের কর্মচারী সোহাগ মোল্লা এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
Leave a Reply