বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধিঃ গৌরনদী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে বনভোজনের হিরিক সরকারি নিয়ম কানুনের তোয়াক্কা না করে শিক্ষা সফরের নামে সরকারি কর্মদিবসে অফিস বন্ধ রেখে বনভোজনে গেলেন বরিশালের গৌরনদী উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল ও সহকারী শিক্ষা কর্মকর্তা পলাশ সরদার উপজেলার ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরিতে নানা সমস্যা সৃষ্টির ভয় দেখিয়ে বনভোজনে যেতে বাধ্য করেছেন।
ফলে গতকাল রবিবার উপজেলার ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ছিল। মোট ১১৫ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এ বনভোজনে অংশ নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সূত্র ও কয়েকটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল ও সহকারী শিক্ষা কর্মকর্তা পলাশ সরদার শিক্ষকদের নিয়ে বনভোজনে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেন। ফয়সল জামিল বলেন, ‘এটা পিকনিক নয়, শিক্ষা সফর।
আয়োজন সম্পর্কে আমি কিছুই বলতে পারব না। আমি মেহমান হিসেবে শিক্ষকদের সঙ্গে এসেছি। তাঁরা জাতীয় পদকপ্রাপ্ত মাগুরা জেলার আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সফরে এসেছেন।’
Leave a Reply