বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদীতে অবাধ-মুক্ত সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্বার উন্মুক্ত করতে বরিশাল ডায়াসিসের উদ্যোগে গৌরনদীর প্রান কেন্দ্রে সার্কাকর সার্কেটের দোতালায় সেক্রেট হার্ট সেন্টারের উদ্ধোধন করা হয়। ক্যাথলিক চার্চ চট্রগ্রাম ধর্ম পল্লির আর্চবিশপ লরেন্স সুব্রত হালদার সিএসসি আজ শুক্রবার প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্ধোধন করেন।
গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার রিংকু গমেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্যাথলিক চার্চ চট্রগ্রাম ধর্ম পল্লির আর্চবিশপ লরেন্স সুব্রত হালদার সিএসসি। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস, বরিশাল ক্যাথলিক ডায়াসিসের পাল পুরোহিত ও বিশপ প্রতিনিধি ফাদার লাজারুজ কানু গমেজ, বরিশাল সোসাল কমিউনিকেশন কমিশনের সমন্বয়কারী ও বরিশাল ক্যাথলিক ডায়সিসের সেক্রেটারী ফাদার অনল টেরেন্স ডি কস্তা সিএসসি, কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর সভার কাউন্সিলর সাখাওয়াৎ হোসেন সুজন, গৌরনদী ক্যাথলিক চার্চের সিষ্টার ও কল্লোল স্কুলের প্রধান শিক্ষক শিল্পী পেরেরা, ভবন নির্মান ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মোঃ ফরকান চৌধুরী।
Leave a Reply