বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন উপজেলা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বাদশা ফয়সাল জানান, গৌরনদীতে সমাজ সেবা অধিদপ্তরের আওতায় ৮১০ জন মুক্তিযোদ্ধা ভাতা, ১৬২৬ প্রতিবন্ধী ভাতা, ৬৩৩৫ জন বয়স্ক ভাতা, ২৮০১ জন বিধুবা ভাতাসহ উপজেলয় ১০ হাজার ৮শত ৪৮ জন ভাতার সুবিধা গ্রহন করেন।
এ ছাড়া ১১৯ জন প্রতিবন্ধী শিক্ষা ভাতা ও বেদেসহ ২৭ জন অনগ্রসর ভাতা প্রাপ্ত হন। ভাতা প্রাপ্তদের ব্যাংকে বিভিন্ন সমস্যার দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীতার বক্তৃতায় ভাতা প্রাপ্তদের হয়রানী না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মহিলা কর্মকর্তা খালেদা খানম, সোনালী ব্যাংক গৌরনদী শাখার ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, অগ্রনী ব্যাংক গৌরনদী শাখার ব্যবস্থাপক বিরেন চন্দ্র হাওলাদার, উপজেলা এনজিও ফোরামের সমন্বয়কারী প্রেমানন্দ ঘরামী। অনুষ্ঠানে সরকারি-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যাংকার, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিা উপস্থিত চিলেন।
Leave a Reply