সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসা, বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা মহাবিদ্যালয় ও বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয় সদ্য এমপিওভুক্ত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিসহ শিক্ষক-কর্মচারীরা। রবিবার রাতে আগৈলঝাড়া উপজেলার সেরালে মন্ত্রীর নিজ বাসভবনে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা মিরা, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, বাটাজোর বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা মহাবিদ্যালয় গবর্নিং বডির সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, অধ্যক্ষ মোঃ আশ্রাফুজ্জামানসহ শিক্ষক-কর্মচারীরা। শেষে এমপিওভুক্ত প্রতিষ্ঠান তিনটির শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply