বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার কলেজছাত্রী ও গৃহবধূসহ তিনজনকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা দায়েরের পরে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার বিকেলে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার মৎস্য খামারে এক কলেজছাত্রী ও গৃহবধূসহ তিনজনে গত মঙ্গলবার বিকেলে ঘুরতে যায়। ওই সময় কলেজছাত্রীসহ তাদের তিনজনকে যৌন হয়রানি করে উত্তর পালরদী গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে আরিফুল মিয়াসহ তার বন্ধুরা।
এ ঘটনায় বুধবার সকালে যৌণ হয়রানির শিকার কলেজছাত্রী বাদী হয়ে থানায় যৌণ হয়রানির মামলা দায়ের করেন, যার নং-৭ (১০-৬-২০২০)। ওই মামলায় বখাটে আরিফুল মিয়াকে এসআই আব্দুল হক বুধবার সকালে গ্রেফতার করেন।
বিকেলে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply