সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত সংবাদের জেরধরে দৈনিক যুগান্তর পত্রিকার বরিশালের গৌরনদী প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপনকে হত্যার হুমকি দেয়ার ঘটনায গৌরনদী থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।
ডায়রীতে বলা হয়, গত ৩০ মার্চ দৈনিক যুগান্তরে ”স্ত্রী শ্বশুর শাশুড়ি শ্যালককে বেধড়ক মারধর, গৌরনদীতে স্বামী গ্রেফতার”- শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের জেরধরে উপজেলার বার্থী গ্রামের সন্দ্রাসী বক্তিয়ার পাওলান (৩২) সাংবাদিক আসাদুজ্জামান রিপনের বাড়িতে গিয়ে তাকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে।
এ সময় সাংবাদিক রিপন গালাগালের প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে বক্তিয়ার সাংবাদিক রিপনকে ধরে নিয়ে মেরে ফেলার হুমকি দেয়। গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply