বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালের গৌরনদী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম আঃ ছাত্তার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম রেজাউল করিম। একইদিন মুক্তিযোদ্ধা ক্লাব উদ্বোধণ করেন অতিথিরা। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply