বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি: “মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ” এ শ্লোগানকে নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনভর মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ভূরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও তরুন নাট্যকার বিএম সোহেল আহম্মেদের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল।
বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার আব্দুল মন্নান মিয়া, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পিটিএ কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষক ফোরামের সভাপতি আবু হানিফ। বক্তব্য রাখেন যুবলীগ নেতা ফরিদ হোসেন, প্রধান শিক্ষক ঝর্না আক্তার, খাদিজা বেগম, জোহরা খানম, বিএম ইউনুস আলী, সহকারী শিক্ষক শামীমা আক্তার, আছমা খানম, নাছিমা খানম প্রমুখ। সমাবেশে কোমলমতি শিক্ষার্থীদের শতাধিক মা উপস্থিত ছিলেন।
Leave a Reply