বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারে নিষিদ্ধ ঘোষিত মাছ পিরানহা বিক্রির দায়ে জাহাঙ্গীর মাতুব্বর (৪৫) নামক এক মাছ বিক্রেতাকে ২০ কেজি পিরানহা মাছসহ আটক করা হয়েছে। আটককৃত জাহাঙ্গীর পাশ্ববর্তী কালকিনি উপজেলার বন্যগ্রাম এলাকার লাল মতিন মাতুব্বরের পুত্র।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী সুজার নেতৃত্বে বাকাই বাজার থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এছাড়াও মাছগুলো কেরোসিন মেখে মাটিতে পুতে ফেলা হয়েছে।
Leave a Reply