বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ সারাদেশে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন । সাত দিনের এই লকডাউন এর প্রথম দিন আজ। চলমান এই লকডাউন কে স্বাভাবিক রাখতে গৌরনদী উপজেলার টরকী বন্দরে আজ বিকেল ৫ টার পরে ভ্রাম্যমান আদালতের একটি টিম বাজার পরিদর্শন করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আরিফুল ইসলাম প্রিন্স (সহকারী কমিশনার ভূমি গৌরনদী উপজেলা) চলমান লকডাউনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও।
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে দেখা গেছে কিছু প্রতিষ্ঠান বিকেল ৫ টার পরেও খোলা রেখেছেন। এরকম আটটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রম্যমান আদালত।
প্রাথমিক এই স্বল্প পরিমাণে জরিমানা করে তাদেরকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় ভবিষ্যতে এই ধরনের অপরাধ করলে বড় ধরনের জরিমানা এবং জেল হাজতে প্রেরন করা হতে পারে।
এসময় আরিফুল ইসলাম প্রিন্স (সহকারী কমিশনার ভূমি গৌরনদী উপজেলা) তিনি বলেন চলমান এই লকডাউনে তাদের ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।
Leave a Reply