সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।আজ শনিবার সকালে হাসপাত আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ মোট ১৬৯ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
সকাল আটটার দিকে হাসপাতাল কেন্দ্র থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ ফতেহ আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, এবছর গৌরনদী উপজেলায় ৬-১১ মাস বয়সি ২৬২০ জন ও ১২-৫৯ মাস বয়সি ২১৫২০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply