রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ চলমান লকডাউনের কারণে গত একবছর যাবত বন্ধ আছে সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা পড়াশোনা ছেড়ে যে যার মত ঘোরাফেরায় ব্যাস্ত সময় পার করছে।স্কুল কলেজ বন্ধ থাকার কারণে বেশিরভাগ শিক্ষার্থী খারাপ বন্ধুবান্ধবদের সাথে মিশে মাদকের সাথে জড়িয়ে পরছে। প্রশাসনের তৎপরতায় কিছু সংখ্যক মাদকসেবী ধরা পড়লেও মাদক বিক্রেতারা থেকে যাচ্ছেন আড়ালে। মাদক আমদানি ও বিক্রয়ের নিত্যনতুন কৌশল অবলম্বন করার কারণে প্রশাসন ও হিমশিম খাচ্ছেন এসমস্ত মাদক বিক্রেতাদের ধরতে। আর যে হারে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে ভবিষ্যতে এরকম চলতে থাকলে শিক্ষার হার অনেক কমে যাবে।
কিছুসংখ্যক শিক্ষার্থীর বাবা মা এর সাথে এ ব্যাপারে কথা বললে তারা জানান ছেলেগুলো আজকাল অনেক রাত করে বাড়িতে ফেরে টাকা পয়সার চাহিদাও আগের থেকে বেড়ে গেছে।
এ বিষয়ে আশোকাঠি স্কুল এন্ড কলেজের শিক্ষক সঞ্জয় চক্রবর্তী জানান স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে বেকার সময় পার করছেন শিক্ষার্থীরা। অযথা ঘোরাঘুরি ও খারাপ বন্ধু বান্ধবের সাথে মেলামেশার কারণে অনেকেই মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে থেকে বেরিয়ে আসতে স্কুল-কলেজ খোলার কোনো বিকল্প নেই।
মাদক নির্মূলে প্রশাসনকে আরও তৎপর হতে হবে কেননা শিক্ষার্থীরা যদি মাদকের সাথে জড়িয়ে পড়ে তাহলে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে ক্ষতির সম্মুখীন হবে পুরো জাতি।
Leave a Reply