বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে বিরোধীয় জমিতে জোরপূর্বক ভাবে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী মডেল থানা পুলিশ।
ওই গ্রামের মৃত মান্নান হাওলাদারের পুত্র বাদাম বিক্রেতা সালাম হাওলাদার জানান, একই বাড়ীর চাচাতো ভাই মনির হাওলাদার, বাবুল হাওলাদার, তৈয়ব আলী হাওলাদার, আইউব আলী হাওলাদার, শাহাদাত হাওলাদার ও মনির হাওলাদারের সাথে বসতবাড়ীর ৪০ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। যা নিয়ে আদালতে একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার পক্ষে রায়ও হয়েছে। প্রতিপক্ষরা এলাকায় প্রভাবশালী হওয়ায় জোরপূর্বক তার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
গত ২ ফেব্রুয়ারী একটি মামলার আদালতের আদেশে দেখা গেছে, পিঙ্গলাকাঠী মৌজার ৫৬৭, ৫৬৮ ও ৫৭২ দাগের জমিতে উভয়পক্ষের অংশ হিসেবে রেকর্ড বিদ্যমান। যা নিয়ে দেওয়ানী ৭৩/১৬ মামলা চলমান আছে। ৫৭২ নং দাগের ৬ শতক জমির দখল নিয়ে মূল বিরোধ। জমিতে পূর্বে বাদী সালাম হাওলাদার ভোগদখল করলেও বর্তমানে বিবাদীরা ভোগদখলে আছেন। কিন্তু ওই দাগে ৬ শতকের বেশি জমি থাকায় এবং উভয়ের স্বত্ব বিদ্যমান থাকায় আদালতের মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান দখল অবস্থান মোতাবেক শান্তিপূর্ন ভোগদখলের আদেশ দেয়া হয়।
মামলার বিবাদী বাবুল হাওলাদার জানান, আদালতের আদেশ মোতাবেক বিরোধীয় জমিতে আমরা শান্তিপূর্ন ভাবে ভোগ দখলে আছি। জোরপূর্বক ভাবে কোন ঘর উত্তোলণ করা হচ্ছে না।
Leave a Reply