বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশাল জেলার প্রতিটি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। মঙ্গলবার প্রথম প্রহরে আতশবাঁজি আর ভোরে তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভসূচনা করা হয়। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
গৌরনদীতে দিবসটি উপলক্ষে সবচেয়ে বেশি কর্মসূচি পালন করা হয়েছে । উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপর উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মডেল থানা ও উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন।
দুপুরে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের আঁকা দুই শতাধিক ছবির প্রদর্শনী ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে মুজিব কর্ণারের উদ্বোধণ করা হয়। একইদিন বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা জামে মসজিদে দিনভর কোরান তেলাওয়াত ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply