মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে প্রতিপক্ষের লোকজনে দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে দুইজনকে কুপিয়ে ও তিনজনকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার সাথে জড়িত আটজনের বিরুদ্ধে শুক্রবার রাতে গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের তৈয়ব আলী হাওলাদার গংদের পৈত্রিক সম্পত্তি নিয়ে একই বাড়ির রুবেল হাওলাদার, শাহজামাল হাওলাদার ও সুমন হাওলাদার গংদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।
শুক্রবার সন্ধ্যায় এনিয়ে বাগ্বিতন্ডার জেরধরে প্রতিপক্ষের লোকজনে হামলা চালিয়ে তৈয়ব আলী হাওলাদারের চাচাতো ভাই মনির হাওলাদার ও পারভীন বেগমকে কুপিয়ে এবং তৈয়ব আলী, বাবুল হাওলাদার ও শাহাদাত হাওলাদারকে পিটিয়ে গুরুত্বর আহত করে।
শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই আরিফ হোসেন জানান, এজাহারভূক্ত আসামি তুষার হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
Leave a Reply