বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীদের পদ ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে বুধবার সকাল থেকে পূর্ণদিবস কর্ম বিরতি পালন করে অফিস চত্বরে অবস্থান করেন।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ঘোষিত কর্মসুচি অনুযায়ী গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সম্মুখে পদ ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের ষ্ট্যানো-টাইপিষ্ট মোঃ আঃ ফরিদ, অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন সরদার, বজলুর রহমান মোল্লা,
মোঃ মজিদ খান, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অপিস সহকারী নুর মোহাম্মদ পাইক, সাজেদা বেগম, মোঃ হালিম তালুকদার, মোঃ আওলাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের পদ ও বেতন গ্রেড পরিবর্তনের জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply