শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত মিটার পরিদর্শক মোঃ শাহজাহান বেপারীর বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ছাড়া টরকী বন্দর দ্বীপ শিখা শিক্ষা পরিবারের কম্পিউটার ও ল্যাপটপ চুরি হয়েছে।
গৃহকর্তার পুত্র ফয়সাল বেপারী জানান, রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জন ডাকাতদল বিল্ডিংয়ের বারান্দার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে তাকে (ফয়সাল) ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মী করে অন্য রুমের দরজা ও ষ্টিলের আলমেরা, সুকেজ ভেঙ্গে ২০ ভরি স্বর্ণলংকার, নগদ ৫ লক্ষ টাকা ও ২টি এন্ড্রয়েড মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপর দিকে টরকী বন্দর সদর রোডে সাংবাদিক জিএম জসিম হাসানের দ্বীপ শিখা শিক্ষা পরিবারে বুধবার রাতে পিছনের দরজা ভেঙ্গে চোরেরা কম্পিউটার ও ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দৈনিক কীর্তনখোলা পত্রিকায় স্থানীয় প্রতিনিধি জিএম জসিম হাসান গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
Leave a Reply