বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ছেলে ও তার ভাড়াটিয়া লোকজনের হামলায় সৎ মা ও ভাই জখম হয়েছে। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে।
ওই গ্রামের গঞ্জেল আলী মৃধার পুত্র আহত হালাল মৃধা (৩৫) অভিযোগ করে বলেন, তার সৎ ভাই হানিফ মৃধার সাথে র্দীঘ দিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে প্রায়ই তাকে সৎ ভাই হানিফ মারধর করে। বুধবার বিকেলে হালানের বসত ঘরের সামনে হানিফ মৃধার স্ত্রী মাহমুদা বেগম ময়লা ফেলে রাখেন।
এ নিয়ে হালানের মা সাথে মাহমুদার বাক বিতান্ডা হয়। বাক বিতান্ডার এক পর্যায়ে হানিফ তার ভাড়াটিয়া লোজজন নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হালানকে রক্তাক্ত জখম করে। এ সময় তার বৃদ্ধা মা সোমেলা বেগম ও সহদোর শহীদুল ইসলাম মৃধাকে পিটিয়ে আহত করে।
এ সময় হালানের লোকজন পাল্টা হামলা চালিয়ে হানিফ মৃধার স্ত্রী মাহমুদকে মারধর করে। গুরুতর অবস্থায় হালান মৃধা, তার মা সোমেনা বেগমকে কালকিনি ও মাহমুদাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমেলা বেগম বাদি হয়ে ৫ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply