শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কতৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী ভূমি কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফয়সল জামিল, বীর মুক্তিযাদ্ধা মোঃ শামচুল হক খান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রযুক্তি ও যোগাযোগ অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম মিয়া, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সাংবাদিক সৈয়দ নকিবুল হক, বিল্পপ সরকার প্রমুখ।
প্রশিক্ষনে তামাকের ভয়াবহতা ও প্রতিরোধ এবং আইন বিষয় আলোচনা করা হয়।
Leave a Reply