রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উপলক্ষে বরিশালের গৌরনদীতে শুক্রবার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
সনাতন মৈত্রী তরুন সংঘের উদ্যোগে টরকী বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে সকাল ১১টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উত্তর রামসিদ্ধি কর্মকার বাড়ি গিয়ে শেষ হয়।
পরবর্তীতে টরকী বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা সনাতন মৈত্রী তরুন সংঘের সভাপতি মিথুন মিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি অমর কৃষ্ণ রায়, সদস্য শেখর দত্ত বনিক, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর কাউন্সিলর সিকদার খোকন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি এনায়েত হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে মহাপ্রসাদের আয়োজন করা হয়।
Leave a Reply