শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার।। করোনা মহামারী ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষার উদ্দেশ্যে দেশের সকল নাগরিককে টিকার আওতায় আনতে সারাদেশে চলছে করোনার গণ টিকা প্রদান কার্যক্রম।
ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের আজ সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলার গৌরনদী পৌরসভা ৩ নং ওয়ার্ড বড় কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রদান করা হয় করোণা টিকা।
বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই এই ওয়ার্ডের মানুষ ভিড় করে টিকাকেন্দ্রে।
এই ওয়ার্ডে টিকাদানে সার্বিক সহযোগিতা করেন গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন হাওলাদার ও গৌরনদী পৌরসভা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক স্বপন হালদার।
তবে টিকা নিতে আগ্রহীদের ভিড় বেশি থাকায় স্বাস্থ্যবিধির দিকে নজর ছিলনা অনেকেরই। এর আগে গতকাল বিকেল থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের টিকা কেন্দ্র পরিদর্শন করেন গৌরনদী পৌর সভার মেয়র হারিছুর রহমান হারেজ ।
এছাড়াও আজ সকাল থেকে ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহি অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস।
এসময় টিকা নিতে আসা লোকজন কে তিনি ধন্যবাদ জানান এবং পরিবারের অন্য সদস্যদেরকে টিকা নিতে আগ্রহী করার জন্য পরামর্শ প্রদান করেন।
Leave a Reply