শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি ॥
গৌরনদী উপজেলার শাহজিরা গ্রাম থেকে শুক্রবার দিবাগত রাতে সহিংসতার ও বিস্ফোরক মামলার সন্দীগ্ধ আসামি হিসেবে বাবুল সরদার (৩৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ওই গ্রামের মোতালেব সরদারের ছেলে ও শরিকল ইউনিয়ন কৃষকদলের সহ-সাধারন সম্পাদক। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার মউপ-পরিদর্শক (এসআই) মো. মোশারেফ হোসেন খান জানান, শুক্রবার রাতে উপজেলার শাহজিরা গ্রামে অভিযান চালিয়ে কাছেমাবাদ হাই মার্কেট এলাকায় সহিংসতার ও বিস্ফোরক মামলার সন্দীগ্ধ আসামি হিসেবে বাবুল সরদার (৩৫)কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতকে গতকাল শনিবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্্েট্রট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। কৃষকদলের নেতা বাবুল সরদার অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই। রাজনৈতিক ভাবে হয়রানির করতে পুলিশ আমাকে আটক করে একটি পেন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরন করছে। উল্লেখ্য, গত ২৮ আগষ্ট রাতে গৌরনদী পৌরসভার কাছেমাবাদ হাই মার্কেট এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হামলা ও সংঘষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সদস্য আমিনুল ইসলাম বাদি হয়ে ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জনকে আসামি করে সহিংসতর ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply