বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা দুলাল শরীফকে (৪১) গ্রেফতার করেছে। সে পৌরসভার সুন্দরদী মহল্লার ইউনুস শরীফের পুত্র।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই খায়রুল আলম ও এসআই মোঃ আরিফুল ইসলাম সোমবার একদল পুলিশ নিয়ে গৌরনদীর পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর এলাকায় অভিযান চালায়।
এ সময় ৩২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুলালকে আটক করে। এ সময় তার সাথে থাকা অপর সহযোগী পলাশ বিশ্বাষ (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় এসআই খায়রুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেন।
Leave a Reply