শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার পূর্ববেজহার নামক স্থানে আম বোজাই পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালকের সহকারী সুজন বেপারী (২৫) নামের একজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে চালক হেলাল মন্ডল (৪০)।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, রংপুর থেকে শুক্রবার রাত তিনটার দিকে আম নিয়ে বরিশালের উদ্যেশ্যে ছেড়ে আসে একটি পিক-আপ। শনিবার বিকেল পোনে তিনটার দিকে উপজেলার পূর্ববেজহার নামক স্থানে আম বহনকারী পিক-আপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ড্রাইভারের সহকারী (হেলপার) সুজন বেপারীর মুত্যু হয়।
নিহত সুজন বগুরা জেলার সোনাতলা উপজেলার চুকাইনগর গ্রামের পিক-আপ মালিক ইয়াসিন বেপারীর পুত্র।গুরুতর আহত হয়েছে চালক হেলাল মন্ডলকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটাকবলিত পিক-আপটি আটক করেছে।
Leave a Reply