শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
সুমণ তালুকদার,স্টাফ রিপোর্টার॥ দীর্ঘ দিন বন্ধ থাকার পর বরিশালের গৌরনদীতে কোভিড-১৯ এর অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।
গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে তিন শতাধিক পুরুষ ও মহিলা টিকা গ্রহন করেন। কার্যক্রমের উদ্ধোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েদ মোহাম্মদ আমরুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুল হক কাউছার, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনসহ অন্যান্যরা।
এ ছাড়া গণটিকার কার্যক্রমের দ্বিতীয় দিনেও উৎসবমুখর পরিবেশে সফলভাবে চলছে টিকা প্রদান। সকাল ৯টা থেকে পৌরসভার ৬টি ও উপজেলার ৭টি ইউনিয়নের ২১ টি ওয়ার্ডে একযোগে এ টিকা কার্যক্রম চলে।
রোববার সকালে টিকা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। শনিবার গতকাল ৬ হাজার চার”শ ২৬ জন পুরুষ ও মহিলাকে সিনোফার্ম প্রথম ডোজ টিকা প্রদান করা হয়। হাতের কাছে টিকা পাওয়ায় অনেক খুশি গ্রামের সাধারণ মানুষ। ঝামেলা বিহীনভাবে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে কোভিট-১৯ এর টিকা নেয়ার ব্যবস্থা করে দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিকা গ্রহণকারীরা।
Leave a Reply