সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাবা একজন ভ্যানচালাক। তাই সংসারে লেগে থাকে অভাব-অনটন। এর মধ্যেই পড়ালেখা চালিয়ে যায় আয়েশা। বাবার সামর্থ না থাকায় তার জন্য রাখা হয়নি কোনো প্রাইভেট টিউটর। নিজের অদম্য ইচ্ছা এবং অধ্যবসায় দিয়ে এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে মোসা. আয়েশা।
আয়েশার ভালো ফলে ‘চাঁদের আলো’ ফুটেছে ভ্যানচালক মো. মজিবর সরদারের ঘরে। তবুও চিন্তিত আয়েশা ও তার পরিবার। কারণ, ভবিষ্যৎ যে অন্ধকারের পথে। ইচ্ছা থাকলেও সামর্থ নেই উচ্চশিক্ষার।
বরিশালের বানারীপাড়ার বাইশারী গ্রামের ভ্যানচালক মো. মজিবর সরদারের মেয়ে আয়েশা। উপজেলার বাইশারী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে। আয়েশারা ৫ বোন। মোট সাতজনের সংসারে একমাত্র উপার্জনের মাধ্যম মজিবরের ভ্যান।
আয়েশা বলে, ‘আমি নিজে প্রাইভেট পড়ার সুযোগ পাইনি। পড়ালেখা চালাতে বাধ্য হয়ে এই বয়সে প্রাইভেট পড়াতে হয়েছে। নিজের চেষ্টায় ভালো রেজাল্ট করেছি। তবে আমার স্বপ্ন এখনো অনেক দূর। ভবিষ্যতে প্রকৌশলী হয়ে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বির্নিমাণে ভূমিকা রাখতে চাই। জানিনা সেই স্বপ্ন পূরণ হবে কি না।
বাইশারী মাধ্যমিক বিদ্যালয় ফখরুল আলম বলেন, ‘আয়েশা একজন মেধাবী ছাত্রী আমার স্কুলের। অনেক কষ্ট করে সে ভালো রেজাল্ট করেছে। তার স্বপ্ন পূরণে সবার এগিয়ে আসা উচিৎ।’
Leave a Reply