মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গরু বিক্রি করে টাকা না দেয়ায় মধ্যযুগীয় কায়দায় স্ত্রী সন্তানদের কাছে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক বৃদ্ধ। দুই ভাই ও মা মিলে তাকে মারধরেরভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউপির নওয়াই চক দক্ষিণ গ্রামে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। নির্যাতনের শিকার বৃদ্ধ জমির উদ্দিন ওই গ্রামের বাসিন্দা।
এদিকে এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ জমির উদ্দিনের স্ত্রীসহ দুই সন্তানকে আটক করেছে। আটকরা হলেন জমির উদ্দিনের স্ত্রী আশকারুন বেগম, বড় ছেলে ছালেক আহমদ ও ছোট ছেলে মানিক মিয়া।
স্থানীয়রা জানান, বৃদ্ধ জমির উদ্দিন সন্তানদের না জানিয়ে ঋণ গ্রহণ করেছিলেন। এছাড়া গরু বিক্রি করে টাকা না দেয়ার কারণে দুই ছেলে ও মা মিলে তার উপর নির্যাতন চালিয়েছে।
এদিকে এ ঘটনায় জমির উদ্দিন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী জানান, সন্তান ও স্ত্রী মিলে বৃদ্ধকে নির্যাতনের ঘটনা অত্যন্ত অমানবিক। ঘটনাটি আসলে খুবই ন্যাক্কারজনক। এ ঘটনায় বৃদ্ধের স্ত্রী ও দুই সন্তানকে আটক করা হয়েছে।
Leave a Reply