মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঘড়ির কাটা তখন রাত ১২টা ছুঁই ছুঁই। শীতের আধিপত্যটা একটু বেশিই। নগরীর নথুল্লাবাদ বাস স্টানে শুয়ে পড়েছেন নিম্মআয়ের মানুষ ও গাড়িতে থাকা বাস স্টাফরা। নীরবতাও নেমে এসেছে চারদিকে। হঠাৎ করেই নথুল্লাবাদ বাস স্টানে হাজির বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লা। যারা ঘুমিয়ে পড়েছেন তাদের ঘুম যেন না ভাঙে সেজন্য জেগে থাকা মানুষদের উদ্দেশ্য করে চেয়ারম্যান লিটন মোল্লা
বিড় বিড় করে বলতে থাকেন ‘আমি আপনাদের লিটন মোল্লা ভাই, একটু উঠুন। এসময় চেয়ারম্যানের উপস্থিতি টের পেয়ে তারা উঠে আসেন আর তিনি শীতার্ত এই মানুষজনের হাতে তুলে দেন একটি করে কম্বল। গভীর রাতে নথুল্লাবাদ বাস টার্মিনালের দৃশ্য এটা।
মুহূর্তের মধ্যেই বাস স্টাফরা ও আশেপাশের মানুষজনও জড়ো হন টার্মিনালে। এদিকে চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা নিরাশ করেননি কাউকে। প্রত্যেকের হাতেই একটি করে কম্বল তুলে দেন। এরপর তিনি চলে যান বরিশাল বিআর টিসি ডিপুর পাশের একটি টিনের মসজিদে। সেখানে থাকা মোয়াজ্জেম ও মসজিদে ঘুমিয়ে থাকা তিন ব্যাক্তিকে উপহার দেন কম্বল।
এসময় মসজিদের মোয়াজ্জেম কেঁদে ফেলেন এবং লিটন মোল্লাকে জড়িয়ে ধরেন। এ প্রসঙ্গে বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লা বলেন, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নির্দেশে কম্বল দেওয়ার জন্য বেরিয়েছি। এসময় এক থেকে দেড়শত শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছেন।
Leave a Reply