সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারা দেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ পরিবার নিয়ে এখানে ভাড়া থেকে স্থানীয় মিল ফ্যাক্টরিতে কাজ করতো। ভালোবাসার ঘর সুখের সংসার আগুনে পুড়ে সব ছাই হয়ে গেলো। জীবন রক্ষা পেলেও থাকার খাট, ফ্রিজ, টিভি সব অঙ্গার। ছেলে-মেয়েদের স্কুল ড্রেস, বই-পত্র সবই এখন ছাই। ওপরে খোলা আকাশ, স্বপ্ন পুড়ার গন্ধ আর চারিদিকে আর্তনাদ ছাড়া আর কিছুই রইলো না তাদের।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে আগুনে পাঁচটি বাড়ির ৭০টি বসত ঘর পুড়ে গেছে। আগুনে বেশিরভাগ ঘরের মালামাল পুরোপুরি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও আগুন লাগার কারণ জানা যায়নি।
সকালে কারখানার ডিউটি করার জন্য স্বামী-সন্তান নিয়ে শুয়ে ছিলেন শানু মনি। হঠাৎ আগুন দেখতে পেয়ে দৌঁড়ে বাড়ির বাইরে চলে আসেন। পরে আর ঘরে যেতে পারেননি। ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে।
ওই বাড়ির ভাড়াটিয়া দুলাল রবি দাস জানান, তিনি পাশ্ববর্তী মেঘনা কারখানার শ্রমিক। তিনি জানান, ঘরের ভেতর বিভিন্ন ফার্ণিচার, টেলিভিশন, ফ্রিজ ও দৈন্দদিন ব্যবহৃত জিনিসপত্রসহ নগদ টাকাও ছিল। শুক্রবার বেতনের টাকা নিয়ে গ্রামের বাড়ি ইশ্বরগঞ্জ যাওয়ার কথা ছিলো কিন্তু আগুনে সব টাকাই পুড়ে গেছে বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
খোকন আকন্দ নামের অটোরিকশা চালক জানান, আগুন লাগার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। পরে আগুন লাগার খবর শুনে বাড়িতে এসে দেখেন ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় অর্ধ শতাধিক পরিবারের এমন অবস্থা হয়েছে সারা রাতই তাদের খোলা আকাশের নিচে কাটাতে হবে।
মাওনা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য হাফেজ শামীম মৃধা জানান, আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় সকালের খাবার দেয়া হয়েছে এবং তাদের কাপড়ের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া পার্শ্ববর্তী মেঘনা এবং ডেকো গার্মেন্টসের সহায়তায় দুপুর এবং রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Leave a Reply