মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ নারীছেড়া ধন। কাঁদতে কাঁদতে বিচিত্র এই ভুবনে এসে হাসিয়ে ছিলে পুরো পরিবারকে। ভুমিষ্ঠের পরে মা প্রথম যখন সন্তানকে বুকে জড়িয়ে ছিলেন, তখন আনন্দ অশ্রুতে আঁখিপাতা ভিজে গিয়েছিলো। অপলক দৃষ্টিতে চেয়ে ছিলেন সন্তানের মুখপানে। এই যেন তার স্বপ্নের পৃথিবী। সেই থেকে বেড়ে উঠেতে উঠতে যখন ৪ বছর বয়স তখন মায়ের কোল থেকে চির বিদায় নিলে কি অবস্থা হয় সেই পিতা-মাতার।
বরিশালের বানারীপাড়ায় এমনই মর্মান্তিক মৃত্যু হয়েছে মোহাম্মদ বেলাল নামের ফুটফুটে এক শিশুর। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পশ্চিম নরোত্তমপুর গ্রামে পানিতে ডুবে বেলালের মৃত্যু হয়। নিহত শিশু বেলাল ওই গ্রামের লিটন হাওলাদারের ছেলে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশু বেলাল বাড়ির উঠোনে খেলছিল। মা ঘরে রান্না করছিলো। মা কি বুজেছিলো আর তার বেলাল আধো আধো কন্ঠে মা বলে ডাকবেনা।
সন্তানের সাথে আর দেখা হবেনা চক্ষু মেলিয়া। কিছুক্ষণ পরে রান্নাঘর থেকে বেড়িয়ে সন্তানকে উঠোনে দেখতে না পেয়ে এ বাড়ি ও বাড়ি ছোটাছোটি করছিলেন মা। খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘর লাগোয়া পুকুরে শিশু বেলালের নিথর দেহ পাওয়া যায়। উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেণ। শিশুপুত্রকে হারিয়ে বাবা-মা পাগলপ্রায়। তাদের আহাজারিতে উপস্থিত কেউই তখন অশ্রু ধরে রাখতে পারেননি। প্রকৃতিও যেন, নিরব নিস্তব্ধ হয়ে গিয়েছিলো।
Leave a Reply