বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। বুধবার (১১ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, এনডিসি, পিএসসি, গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আমন্ত্রণপত্র প্রদান করেন। খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানের এই আমন্ত্রণ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। দীর্ঘদিন ধরে দেশের দুই প্রধান রাজনৈতিক জোট আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সম্পর্কের অবনতির কারণে এমন আমন্ত্রণ বিরল।
এদিকে বিএনপি পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে দেখা হয়েছে। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তারেক রহমানের বিদেশে অবস্থানের কারণে তারা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কিনা, তা এখনো নিশ্চিত করা হয়নি।
বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি প্রতিবছর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কূটনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে সংবর্ধনার আয়োজন করে থাকেন। এবার এই আয়োজনে বিএনপির শীর্ষ দুই নেতাকে দাওয়াত প্রদান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে গৃহবন্দি অবস্থায় আছেন। অন্যদিকে, তারেক রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তাদের বর্তমান পরিস্থিতিতে এই আমন্ত্রণ রাজনৈতিক সৌহার্দ্য উন্নয়নের সম্ভাবনা জাগাচ্ছে।
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুই নেতার অংশগ্রহণ জাতীয় ঐক্য এবং রাজনৈতিক পরিবেশ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে অনেকেই আশা করছেন।
Leave a Reply