বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সুনামগঞ্জের জানিগাঁও এলাকায় খাদে পড়া বাসের সব যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথমে দুর্ঘটনা কবলিত বাসে ২৯ যাত্রী থাকার তথ্য জানা গেলেও উদ্ধার তৎপরতায় সাতজনের বেশি পাওয়া যায়নি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টায় গেটলক বাসটি সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে রওনা দেয়। সুনামগঞ্জ সদরের লক্ষণশ্রী ইউপির জানিগাঁও এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ওই সময় সাত যাত্রী ফায়ার সার্ভিসের সহযোগিতায় তীরে উঠে জানান বাসে আরো যাত্রী আটকা পড়েছেন। পরে ডুবুরি দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও বাসের ভেতরে কাউকে পায়নি।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া সাত যাত্রীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকিরাও আশঙ্কামুক্ত।
সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ, এসপি মো. মিজানুর রহমান, সদরের ইউএনও ইয়াসমিন নাহার রুমা, পৌরসভার মেয়র নাদের বখত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply