বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর এলাকার জাহাঙ্গীর নামের এক ব্যাক্তিকে মারধর ও প্রান নাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যাক্তি এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর (পশ্চিম ধর্ম্মাদী) এলাকার আরজ আলী মলি¬ক’র পুত্র জাহাঙ্গীর মলি¬ক এর নিজ জমিতে রোপনকৃত বেশ কিছু গাছ রয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। সেই গাছ কেটে নেয়ার জন্য আজ সন্ধায় ফকিরের হাট নামক স্থানে বসে তাকে হুমকি দেয় একই বাড়ির সত্তার মাঝি, সাদেক মাঝি, কালু মাঝি, ফিরোজ মাঝি।
এ সময় জাহাঙ্গীর মলি¬ককে অশ্লীল ভাষায় গালাগলি করে। এক পর্যায়ে তারা জোরপূর্বক গাছ কেটে নেওয়ার হুমকি দেয়া সহ তাকেও প্রাণনাশের হুমকি দেয়। এদিকে জাহাঙ্গীর জানান, তিন বছর যাবত জমি নিয়া মামলা রয়েছে। জমিতে থাকা গাছ তারা কেন কেটে নিবে।
তাছাড়া আমরাতো গাছের একটি পাতাও ধরি না। এ বিষয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন বলেন, আমি বিষয়টি শুনছি, তবে আগামি কাল কেউ গাছ কাটতে পারবে না। তা ছাড়া জাহাঙ্গীর মল্লিক ও সত্তার মাঝির মধ্যেতো মামলা চলে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কেউ গাছ কাটতে পারবে না বলেন চেয়ারম্যান।
Leave a Reply