বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:‘ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা পেয়েছি। কিন্তু, আমার সন্তানকে কি আর ফিরে পাবো?’ এ প্রশ্ন, রাজধানীর শাহজাহানপুর রেল কলোনির পাইপের ভেতরে পড়ে মারা যাওয়া শিশু জিহাদের মা খাদিজা বেগমের।
শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে তার মা-বাবা কে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে ফায়ার সার্ভিস এবং রেলওয়ে কর্তৃপক্ষ।
টাকা পাওয়ার পর মঙ্গলবার চ্যানেল আই অনলাইনকে জিহাদের মা খাদিজা বেগম বলেন, ‘আমার গরিব মানুষ। টাকাটা পাওয়ায় উপকার হবে। কিন্তু আমি কি আমার সন্তানকে আর ফিরে পাবো?’
জিহাদের বাবা এসময় বলেন, ‘এই টাকাটা থেকে প্রতি বছর ছেলের জন্য করা অনুষ্ঠানে (দোয়া/মিলাদ) ব্যয় করবো। ব্যারিস্টার (রিটকারী আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম) স্যারকে ধন্যবাদ। সে না হলে এই ক্ষতিপূরণ পাইতাম না।’
ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, ‘চার বছর ধরে এই রিট মামলাটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত লড়েছি। আজ ভাল লাগছে যে সন্তান হারা মা-বাবা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। এই ক্ষতিপূরণ প্রাপ্তির ঘটনা একটা দৃষ্টান্ত। কারণ, এর আগে এরকম ঘটনায় ক্ষতিপূরণের টাকা পাওয়ার নজির নেই। আর সবচেয়ে বড় কথা, জিহাদের পরিবারের ক্ষতিপূরণ পাওয়ায় এই রায়ের সূত্র ধরে বর্তমানে এধরনের যত মামলা রয়েছে কিংবা ভবিষ্যতে যে মামলাগুলো হবে, তাদের ক্ষতিপূরণ পাবার পথ সহজ হলো।’২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুর রেল কলোনিতে খোলা থাকা কয়েক’শ ফুট গভীর একটি নলকূপের পাইপের ভেতরে পড়ে মারা যায় চার বছরের শিশু জিহাদ।
এরপর ২০১৪ সালের ২৮ ডিসেম্বর জিহাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম একটি রিট করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রায় দেন।
ওই রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে রেলওয়ে ১০ লাখ টাকা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়। হাইকোর্টের এই রায় পরবর্তিতে বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর জিহাদের মা বাবাকে ফায়ার সার্ভিস ১০ লাখ টাকার পে অর্ডার এবং রেলওয়ে ১০ লাখ টাকার চেক প্রদান করে।
Leave a Reply