শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ক্যাসিনোর গডফাদাররা অধরা। রাজধানীর বিভিন্ন ক্যাসিনোতে র্যাব-পুলিশের একের পর এক অভিযানে যুবলীগ, কৃষক লীগের কয়েকজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। অভিযান চলছে, কিন্তু যারা ক্যাসিনোর মূল হোতা সেই খলনায়করা এখনো ধরাছোঁয়ার বাইরে। সূত্রে জানা যায়,ভিক্টোরিয়া ক্লাবের জুয়ার বোর্ড নিয়ন্ত্রন করতেন বরিশালের রেজাউল হক মাসুদ । তিনি নগরের রায়পাশ – কড়াপুর ইউনিয়নের বাসিন্ধা । ক্যাসিনোর সঙ্গে যাদের সম্পৃকক্ততা রয়েছে তাদের মধ্যে একজন রেজাউল। অভিযোগ রয়েছে , ক্যাসিনোর একটি বড় অংশের টাকা রেজাউলের কাছে রয়েছে ।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান থেকে নিজেকে বাচাঁতে ঐ টাকা নিয়ে নিজ গ্রাম বরিশালে চলে আসেন রেজাউল । গত ৪/৫ দিন ধরে রায়পাশা- কড়াপুরে অবস্থান করছেন বলে সূত্রটি নিশ্চিত করেছেন । তবে অভিযুক্ত বরিশালে নয়, ঢাকায় অবস্থান করছেন বলে মুঠোফোনে জানিয়েছেন । এদিকে সংবাদটি প্রকাশ না করার জন্য প্রতিবেদককে অনুরোধসহ সামনাসামনি এসে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছে ।
অনুসন্ধানে জানা যায় , বরিশালের নিজ গ্রামে একসময় কিছুই ছিলো না রেজাউলের । হঠাৎ অজ্ঞাত ব্যক্তির সাথে সু সম্পর্ক গড়ে তোলে নিজেকে যুবলীগদাবী করে ঢাকায় গিয়ে ক্যাসিনো খালেদের সাথে সম্পর্ক গড়ে তোলে ভিক্টোরিয়া ক্লাবের জুয়ার বোর্ড নিয়ন্ত্রন করা শুরু করেন রেজাউল হক মাসুদ। ফলে তাকে আর পিছনে তাকাতে হয়না । অল্প সময়ের ভিতরে টাকার কুমির বনে যায় সে ।
বিলাশ বহুল জিবন –যাপন শুর হয় তার । নামে- বেনামে সম্পওিসহ বাড়ি – গাড়ি বানিয়ে ফেলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রেজাউল আটক হলে ঐসকল বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা । এ বিষয়ে বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এস .এম জাহিদ বিন আলম জানান, তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা নেয়া হবে ।
Leave a Reply