সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার // বরিশাল মডেল থানার এসআই মহিউদ্দিনকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র নাসির উদ্দিন মল্লিক মহিউদ্দিনের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালন করাকালীন এসআই মহিউদ্দিন বিভিন্ন অনিয়ম কার্যকলাপে জড়িয়ে পড়ে।
নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ আসায় তিনি পুলিশ কমিশনারকে অবগত করেন। এতে পুলিশ কমিশনার তাৎক্ষনিক মহিউদ্দিনকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেন। নির্বাচনী অনিয়ম ছাড়াও মহিউদ্দিনের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। কোতোয়ালী মডেল থানায় যোগদান করার পর থেকেই সে বেপরোয়া হয়ে উঠে। মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া সে তার উধ্বর্তন কর্মকর্তার কাছে বিরূপ আচরন করার দায়ে থানার সকল এসআই, এএসআই সহ অনেকেই তার বিরুদ্ধে পুলিশ কমিশনারের নিকট অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। এরপরও বিতর্কিত এসআই মহিউদ্দিন দাপটের সাথে সব যেন দাপিয়ে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা গ্রহন করতে দেখা যায়নি। মহিউদ্দিনের প্রধানমন্ত্রীর নিকট থেকে পিপিএম পদক পাওয়ার পর থেকেই সে যেন আরো বেপরোয়া হয়ে ওঠে।
Leave a Reply