বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের ফরাজি ম্যানসনের ভাড়াটিয়া মোঃ এনামুল হোসেন রানার স্ত্রী তানজিনা আক্তার প্রিয়া তৃতীয় বিবাহের আশায় পরকিয়া প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২০১৮ সালের ৫ ই নভেম্বর ঢাকার গুলশানের একটি কাজি অফিসে তানজিনা আক্তারকে ২ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে বিবাহ করেন এনামুল হক রানা। তারা উভয়েই ঝালকাঠি জেলার রাজাপুর থানার সোনারগাও গ্রামের বাসিন্দা।
জীবিকার তাগিদে বরিশালের ২৯ ওয়ার্ডের মেসবাহ হাসানাতের ঘড় ভাড়ায় নিয়ে বসবাস করতে শুরু করেন তারা। রানা পেশায় একজন দর্জি।খুব ভালভাবেই কাটছিল তাদের সংসার জীবন।
বিয়ের ৫ মাসের মাথায় রানা জানতে পারেন প্রিয়া আগেই বিবাহিত ছিল। তার প্রথম স্বামী মিজান ঢাকার বাসিন্দা। কাবিনের টাকা হাতিয়ে নেয়ার জন্যই স্বামী মিজানের ঘড় ছেড়ে বর্তমান স্বামী রানার হাত ধরে বরিশালে পালিয়ে আসেন প্রিয়া। ১৫ আগষ্ট রানাকে ছেড়ে পালিয়ে যায় প্রিয়া।
ফরাজি ম্যানসনের মালিক মেসবাহ হাসানাত জানান, রানা সকলে উঠে দোকানে চলে যেত আর রাতে বাসায় ফিরত। এই সময়ে প্রায় আমরা দেখতাম রানার বউ সারাদিন মোবাইলে কথা বলত। আমরা জিজ্ঞাসা করলে বলত মামার সাথে না হয় কাকার সাথে। এছাড়াও প্রিয়াকে মাঝেমধ্যে দেখতাম সেজেগুজে বের হত।
এনামুল হোসেন রানা জানান, আমার স্ত্রী আমাকে ঠকিয়েছে।প্রথম বিবাহের কথা গোপন করেছিল সে তবুও আমি তাকে কখনও কষ্ট দেয়নি। কুত্তার লেজ কখনও সোজা হয়না ভাই নতুন প্রেমিকের লগে ভাগছে। আমার জীবনটা শেষ করে দিয়া গেছে। আমার আর বাঁচতে মন চায়না।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ২৯ ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ।এ ব্যাপারে বরিশাল বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান রানা। যার নং-৫৭১(১৫-৮- ১৯)
Leave a Reply