কাশিপুর ইছাকাঠীতে শেবাচিম’র সাবেক চিকিৎসক গোলাম মোস্তফার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখম Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




কাশিপুর ইছাকাঠীতে শেবাচিম’র সাবেক চিকিৎসক গোলাম মোস্তফার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখম

কাশিপুর ইছাকাঠীতে শেবাচিম’র সাবেক চিকিৎসক গোলাম মোস্তফার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখম




থানা প্রতিনিধি॥  নগরীর কাশিপুরের ইছাকাঠী এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সাবেক শিশু বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার বিকেল ৩টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলোঃ শেরেবাংলা ডা. গোলাম মোস্তফার স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে সাকি আক্তার। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ডা. গোলাম মোস্তফা ও তার পরিবারের সাথে একই এলাকার আঃ রবের ছেলে আঃ রাজ্জাক ও তার পরিবারের পূর্ব বিরোধ চলে আসছে। আঃ রাজ্জাক ও তার পরিবারের লোকজন তুচ্ছ বিষয় নিয়ে ডা. গোলাম মোস্তফার উপর অন্যায় অত্যাচার চালিয়ে আসছে।

আঃ রাজ্জাক ইচ্ছাকৃতভাবে ডা. গোলাম মোস্তফার গাছের ফসল নষ্ট ও কেটে নিয়ে যায়। এছাড়া আঃ রাজ্জাক ও তার ছেলে মনির হোসেন জোরপূবর্ক ডা. গোলাম মোস্তফার জমি দখল করার তাদের উৎখাত করার চেষ্টা চালায়। সেটা না পেরে তুচ্ছ বিষয় নিয়ে ডা. গোলাম মোস্তফার ও তার পরিবারের সাথে রাজ্জাক ও ছেলে মনির ঝগড়া-বিবাদের লিপ্ত হয়। এর প্রতিবাদ করলে রাজ্জাক ও ছেলে মনির হত্যা ও খুন জখমের হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় ঘটনার সোমবার আঃ রাজ্জাক ও ছেলে মনির, স্ত্রী সাহিদা বেগম, মেয়ে মিষ্টিসহ আরো কয়েকজন অতর্কিতভাবে হামলা চালিয়ে ডা. গোলাম মোস্তফার স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে সাকি আক্তারকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD