শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ মাদারীপুরের কালকিনি উপজেলায় অনেকেই লকডাউন মানছেন না। লকডাউনের মধ্যে দিয়ে দেদারছে চলছে মানুষের চলাচল ও ব্যবসা বাণিজ্য। উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকজনকে জরিমানা করলেও মানুষ তোয়াক্কা করছে না।
এদিকে প্রশাসনের পাশাপাশি নির্বাচনী জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও পৌর মেয়র এস.এম হানিফকে দেখা গেছে পাঠে কাজ করতে। অপরদিকে কালকিনি ও ডাসার থানা পুলিশ দিন-রাত মাঠে কাজ করে যাচ্ছেন। তবে আজ মঙ্গলবার সকালে উপজেলা সদর, ফাঁসিয়াতলা, মিয়ারহাটসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানপাটের অর্ধেক অংশ খোলা রেখে চলছে বেচাঁকেনা।
অনেকের মুখে মাস্ক নেই, নেই সামাজিক দূরত্বের কোনো বালাই। বাজারে মানুষের ভিড়। প্রশাসনের কর্মকর্তারা আসছে কি না তা দেখার জন্য দোকানের সামনে বা গলির মুখে একজনকে দায়িত্বে রাখা হয়। প্রশাসন বা পুলিশের কেউ আসলে সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করা হচ্ছে। কিছুক্ষণ পর প্রশাসন বা পুলিশের লোকজন চলে গেলে আবার দোকানের অর্ধেক অংশ খুলে দেওয়া হয়। দোকান খোলা আর বন্ধের এমন অবস্থাকে সাধারন জনগন রসিকতা করে চোর-পুলিশ খেলা বলছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাপড় ব্যবসায়ী বলেন, আমি একা দোকানবন্ধ রাখলে কি হবে। অনেকেই দোকানের সাটারের অর্ধেক খোলা রেখে ব্যবসা করছে। তাই আমিও খোলা রাখতে বাধ্য হচ্ছি।
মেয়র এস.এম হানিফ বলেন, আমাদের সকলের সচেতন হতে হবে। তাহলেই আমরা হয়তো করোনার হাত থেকে বাঁচতে পারবো।
উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন, সরকারের দেয়া লগডাউন বাস্তবায়ন করতে হলে সকল জনপ্রতিনিধিদের সহযোগীতা করতে হবে।
কালকিনি থানার ওসি মোঃ ইসতিয়াক আসফাক রাসেল ও ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, আমরা দিন রাত মাঠে কাজ করে যাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যহত রয়েছে। এবং তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
Leave a Reply