শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল নোট সহ ২ যুবককে গ্রেফতার করেছে র্যাব-৮। এসময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে র্যাব-৮ বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল কালকিনি থানাধীন চর পালরদী গ্রামের দুলাল প্যাদার বসত বাড়ীতে এই অভিযান পরিচালনা করেন।গ্রেফতারকৃতরা হলো- ওই গ্রামের মৃত হাফেজ প্যাদার ছেলে মো. দুলাল প্যাদা (১৯) ও বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মো. ফারুক সরদারের ছেলে মো. সাদ্দাম সরদার (২৫)।
র্যাব-৮ থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুলাল প্যাদার বাড়িতে অভিযান পরিচালনা করেন তারা। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালাবার সময় ওই দুই মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়।পরে তাদের শহরীরে তল্লাশী করে দুলালের কাছ থেকে একশ পিস ইয়াবা ট্যাবলেট ও এক হাজার টাকার ১০টি জাল নোট এবং সাদ্দামের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় র্যাব-৮ এর ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply